Sunday, January 3, 2016

মাতৃ গর্ভ

মাতৃ  গর্ভ
............... ঋষি
=====================================================
মাতৃগর্ভে জন্মানো সন্তানেরে
এক পৃথিবী অহংকার দাও একটা গোটা বিশ্ব।
আর যাদের মাতৃ গর্ভ অজানা
তাদেরকে কি ?
এক চুল জমি ,একটা পরিচয় পত্র আর একমুঠো হাসি
অকাল মরণ বেজন্মা নামে।

এই কুপমন্ডুকতার ফসিলে একমুহুর্তের ছায়াছবি
ফ্ল্যাশ ব্যাকে ভীষ্মের মুখ
গভীর প্রপিতামহ।
সময়ের দরবারে সাম্রাজ্য রক্ষার সেনা নায়ক এক কুলুঙ্গি বুকে
অহংকারীর অহংকার ধ্বংস করুক।
সময় থেকে একপাত্র বিষ হেমলক পান
নিরন্তর কুমারে যৌবন।
বিনিদ্র তার রজনীতে হে কুরুপিতা তোমার অধিকার
সত্যির নাম সহ উল্লাসে।

মাতৃ গর্ভে জন্মানো সন্তানেরে
এক অহংকার এক দর্পণ আমার মতন সময়কে গিফট।
বেজন্মার অধিকার ভীষ্মের ইচ্ছামৃত্যু
সমাজের দায়।
সমাজের চোখ গান্ধারী ১০১ এর  অনন্ত লোভ
মাতৃ যোনি ,পিতৃ পরিচয়ে।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...