Saturday, January 2, 2016

অনুভব (৬৫)

অনুভব (৬৫)
................... ঋষি
================================================
আজো ঘুমের মধ্যে শুনতে পাই
হৃদয়ের অনুভবের অনবরত  গুলিবিদ্ধ আর্তনাদ
মানবতাবাদ জিন্দাবাদ! যন্ত্রণা।
স্বপ্নে আলস্কার বরফে ঘুরে আসতে পারি
ন্যলাখ্যাপা জ্যোৎস্না মেঘে চড়ে
কিন্তু নিজের অনুভবকে বিরতি দিতে পারি না।

চাঁদ, ভোরের পাখি, জ্যোৎস্না, সমুদ্র সৈকত সাথে অখণ্ড অবসর
এ নিয়ে অনুরাগের শেষ নেই।
মধ্য বিত্ত প্রেম কে উস্কে দিতে এরাই যথেষ্ট
সাহিত্য বোধ হয় এসব নিয়েই লেখা হয় ।
এই বিষয় গুলোই স্নায়ুতন্ত্রের  গোড়া পুষ্ট করে
দুর্বল স্নায়ু কে শক্ত করে ...তবে "দৃঢ়" করতে পারেনা ।
একটা হেলান দেওয়া দেওয়াল মাত্র ,কিন্তু কনক্রিট কোনো শিরদাঁড়া না
অনুভবের কোনো অবয়ব আমার দেখা হয় নি।
শুধু সময়ের পথ চলতি  হৃদয়ের মাংস পেশী যখনি কুঁচকে যায় যন্ত্রনায়
তখন দুম করে ভুতের মতন অন্ধকারে অনুভব জেগে ওঠে ।

এবার যেতে হবে
জানি জীবনের সামনে কিছু যন্ত্রণা আরো অপেক্ষায়।
গড়পরতা আর পাঁচ জনের মতো আমিও বারংবার ফিরবো কবিতার সাথে
সিধান্ত নিয়েছি ,শেষ নিঃশ্বাস ফেলার আগে অবধি যতদিন পারি ।
ঘন ঘন নিঃশ্বাস নিতে  নিতে , কারোর তোয়াক্কা না করে
শুধু লিখে যাবো কবিতা যন্ত্রনায়।


No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...