পথ চলা বাকি
.... ঋষি
চলন্তিকার পদবি জানা নেই
শুধু নিজের ডিজিটাল মনে হঠাৎ এক শাড়ি পড়া শ্যামলা রমণী ,
গালে তিল ,হাতে শাঁখা ,সিঁদুর
জানা হয় নি চলন্তিকা তোমার সামাজিক গোত্র।
শুধু ভালোবেসেছি ,কেন বেসেছি জানি না
জানি না তোমার ঠিকানা ,তোমার শহর ,তোমার বাঁচা।
আমার কল্পনায় তুমি কখনো বিদ্রোহিনী ,কখনো প্রেমিকা
আর প্রকৃতি।
.
অদ্ভুত আমেজ থ্রি ডাইমেনশন খুলতে ইচ্ছে করছে
লেয়ার ভেঙে হাঁটতে ইচ্ছে করছে তোমার হাত ধরে অনন্ত সময়।
সারাউন্ডিং বেজে চলেছে প্রিয় সুর
কানের পর্দায় পৃথিবী কত মধুর , চোখের পর্দায় দেখা দিচ্ছে আকাশ
প্রশ্ন করতে ইচ্ছে করছে
কত গভীর তুমি চলন্তিকা ?
আকাশ
না
সময়ের মতো।
.
আকাশের গায়ে নদী ,শঙ্খচিল
চলন্তিকার বুকের মাপে আকাশ আটকে যাচ্ছে চোখের ভিজে মাপকাঠিতে।
এমন সুন্দর অনুভব
ক্যানভাস ভরা সময়ের প্রেমিকাদের চিঠি ,
স্পর্শ চাইছে না বিজ্ঞাপনে কিংবা চলন্তিকা তোমার ঠোঁটে আঁকা ঋতুরক্তে
শুধু বুক ভাঙছে।
তুমি আগুন লাগিয়েছো বুকে আজ অযুত নিযুত বছর
আমি হারিয়েছি নদীর স্রোতে মোহনায়
মিশে থাকায় সুখ।
তোমার অপেক্ষায় জাতিস্মর কথা শোনে নি
তুমি কি শুনতে পাও
আমার অপেক্ষা
প্লিস এখনই যেও না ,তোমার সাথে পথ চলা বাকি।
No comments:
Post a Comment