শুন্য থেকে দশ সবাই একা
... ঋষি
০
শূন্য থেকে শুরু পথচলা
পাখিদের ঘর
নিস্তব্ধতা
একা।
১
ক্রমশ নেমে আসছি তোমার ঠোঁট বেয়ে
বুকের সীমানায় ঊধ্বত আমি
চুপ কোনো শব্দ যাতে না হয়।
নদীর গায়ে ঝর্ণা ,
গাছদের শিকড় আঁকড়ে বাঁচবার কথা
পাহাড়ি ঢাল
সবুজ নিশ্বাস
মাইল ব্যাপী প্রতিবাদ শহরের ঘরে
ঘরগুলো
বড় একা।
২
সিগারেটে টান ,গিটারের সুর ,ফিরে আসা মেঘলা পথে
পাহাড়ি ট্রেন ,গড়িয়ে নামা চোখের জল ,
কফিশপ
স্যিগনালে সবুজ আলো
এগিয়ে যাওয়া তোমার দিকে
কেউ জানতে না পারে
একা।
৩
কলেজ রঙের অবিন্যস্ত স্মৃতিভার
সূর্যের প্রখর ভালোলাগায় সাজানো ফটোফ্রেম
সময়ের চুমু
প্রেমিক
প্রেমিকা
সব একা।
৪
দিনগত অধিকার ,পাপ ছুঁয়ে বাঁচা
মোনোটোরাস পথে হঠাৎ দেখা,
পরস্পরের দিকে বাড়ানো হাত
সেন্ট্রালিক লাইফে ছুঁয়ে যাওয়া অনুরণন
একা।
৫
মৃত্যু নামক পিয়ানোতে ছোঁয়ানো আঙ্গুল
জীবন নামক দত্তকে বাঁচার আগুন
সবটাই
একা।
৬
গড়িয়ে যাচ্ছে নেশা
অন্য জীবন শুধু আগুন্তুক হয়ে জানলার আকাশে তাকিয়ে
একা।
৭
একাকিত্বের লম্বা পথচলায়
নীরবতা ঢোল বাজায় ,বজায় মানুষের হৃদয়ে দোতারা
আমি তুমি
একা।
৮
সময়ের শুধু কোলাহল
তবু একা।
৯
জন্ম শুরু নয় হয়তো শেষ লেখে মানুষের জীবনে
তাও একা।
১০
কবিতা ,চলন্তিকা ,তৃতীয় তুমি
একা।
No comments:
Post a Comment