Thursday, January 2, 2020

বদলানো



বদলানো
......... ঋষি

এই শহরে বদলানো স্বভাবিক
পুরুষ এগিয়ে যাবে কোনো নারীর দিকে ,জড়িয়ে ধরবে
সময় বলবে প্রেমিক,প্রেমিকা।
তারপর আগুন জ্বলবে  ,মান  অভিমান,মাঝরাত অবধি না ফুরোতে থাকা গলা
কাছে আসার নেশা ,
তোমায় মিস করছি খুব কথায় কথায়
হ্যা বেবি আমিও মিস করছি।
.
তারপর সময় এগোবে বছরের দিকে ,বছর এগোবে বয়সের দিকে
যেমন শহর এগোয়  প্রতিদিন রাত্রির দিকে ,
রাত্রির প্রতিবেশী ছোট ছোট ঘরে তখন ঘুমিয়ে থাকে শহর
অনেক স্বপ্ন নিয়ে ।
তারপর পুরুষ ,নারী একসাথে
ছোট ঘর
ছোট ছোট স্বপ্ন
দেওয়ালে টাঙানো বিয়ের ছবি ,মনের শাখা প্রশাখায় অসংখ্য স্নেহ
প্রতিদিন নিয়মকরে ভালোবাসার পরে দুজনেই ঘুমোবে
ডিমলাইটের নিচে শহরকে সাক্ষী করে ।
.
তারপর রান্নাঘরে আলো  জ্বলবে
হাতা খুন্তির শব্দ ,আরো শব্দ বাড়বে ,শোনা যাবে ছোট্ট শিশুর কান্না
 বাড়তে থাকবে ভুলতে থাকা ভালোবাসা সময়ের চাপে
মনের কোনে অভিমান।
তখন সেই নারী পুরুষ আন্ডারস্টেন্ডিং করবে
করবে পরের শীতে দূরে কোথাও  ঘুরতে যাওয়ার প্ল্যান।
এইভাবে সময় এগোতে থাকবে এই শহরে
একদিন গভীর রাতে সেই পুরুষ একলা পথে বাড়ি ফিরে দেখবে
সময়ের আলোয় আলোগুলো কেমন যেন ক্যামোফ্লেজ করছে
আর সেই নারী স্বপ্নে শুয়ে সেদিন নিজের বাবাকে দেখবে।
মাঝখানে তাদের সন্তান
হঠাৎ মাঝরাতে সেদিন কেঁদে উঠে স্পর্শ খুঁজবে ভালোবাসার।
সেদিন এই শহর
ভালোবাসাকে মিস করবে খুব ।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...