Sunday, January 26, 2020

শুধু ভালোবাসা


শুধু ভালোবাসা
...ঋষি
ভাবছি ঘুরে দাঁড়াতে হবে
ভাবছি আর প্রেম, পীরিত, ভালোবাসা নয়,এইবার মানুষ,রাষ্ট্র আর সময় লখবো।
ঘোড়া ছুটছে
রক্ত ছুটছে সময়ের অধিকার খুঁজছে।
সুযোগ খুঁজছে সকাল
চাঁদ অবলীলায় অন্ধকারকে বলছে ক্যায়া বাত।

মহানগরের রাজপথ, দোকানপাট হাততালি দিল
তোর বাড়ির জানলা থেকে দেখতে পাওয়া প্রাক্তন মুখটা হাততালি দিল।
তোর বারান্দায় ঝুঁকে পড়া আয়েশি গাছটা আনন্দে নেচে উঠলো
নাগরিক প্রতিদন্দী নাটকগুলো আনন্দে নেচে উঠলো।
খাট পালঙ্ক বিছানা বালিশ বিপ্লবের গন্ধে বুঁদ হয়ে গেল
আমির খানের লগন সিনেমাহলে খুব চললো।

কলমের আগুন মুঠোফোন মিডিয়ায় খুব চললো
উত্তেজনায় থরথর করে কাঁপতে লাগল সদ্য ফেলে আসা যৌবন।
ঘুমিয়ে ছিলাম
স্বপ্নগুলো ছায়াছবি হয়ে চলতে শুরু করলো।
প্রোজেক্টরের যান্ত্রিক শব্দ-লাল নীল রঙের রুপকথা
সাদা ডানার পায়রার চোখের পাতায় পৃথিবীর সমস্ত বিপ্লবের ম্যানিফেস্টো ছুঁইয়ে দিল।
হঠাৎ টের পাচ্ছি ভোর হচ্ছে
ছুটে গেলাম আমি কলমের কাছে, কাগজের কাছে
লিখতে শুরু করলাম শুধু ভালোবাসা
বদলে গেলাম। আবার
একমুঠো বৃষ্টি  ঝুরঝুর করে নেমে এল মাথার ভিতর-
অস্ফুটে বলে উঠলো-
ভালোবাসা লেখা হয়নি আজও।
যদি ভালোবাসা লেখা হতো তবে রাষ্ট্, সময়, মানুষ সব বদলাতো
বদলাতো ম্যাজিক বেঁচে থাকার। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...