Tuesday, January 7, 2020

এটাই সত্য


এটাই সত্য
...ঋষি
এমন একটা সময়ের উপর  দাঁড়িয়ে আমরা
যেখানে একটা নকল হাওয়া শক্তিশালী ঈশ্বর সেজে।
ঈশ্বর শব্দের নিরবচ্ছিন্ন শব্দকোষে
আমরা শুধু হাত জোড় করে দাঁড়িয়ে প্রেরণার মতো পাথরের টুকরো।
শুধু বিশ্বাস, শুধু  আসবাব
ভেবিকলকা মজবুত জোর।
    .
যারা সাদা ভাতের সাদা প্রশ্ন সংকেতকে সাজিয়ে রাখে সময়ের নাটকে
যারা  যীশুখ্রষ্টের লাস্ট  সাপারকে তুলনা করে মেদপ্রধান নাচ আর পাখির বারবিকিউয়ের সাথে
তাদেরকে কি বোঝান যাবে সাদা ভাতের মানে।
আমি খুব সাধারণ, ছাপোষা জনতা
বাড়িতে সাত বছরের ছেলে, তার ভবিষ্যত 
আমার মতো ডালে, ভাতে মানুষের কি  চিৎকার করা সাজে।
ভাবনাটা এক সকলের
শুধু সময়ের নাটকটা আলাদা।
.
সময়ের ক্যান্সার 
তবু আমরা আজও ১৫ ই আগষ্ট নিয়ম করে জন গন মন গাই।
ছোটদের শেখাই সত্যি বলতে হয়,সোজা পথে থাকতে হয়,
ভারতবর্ষ আমাদের দেশ, মহান দেশ,
কি সোজা বলা না
আরো সোজা মিথ্যেগুলো বিশ্বাস করতে হয়।
আমরা কিছুতেই বিশ্বাস করতে চাই না
ভারতবর্ষ নামক দেশটা  মরে গেছে অনেক আগে,নাভিশ্বাস উঠছে
 আমরা শুধু না খেতে পেয়ে মরছি না এখানে
বেঁচে আছি না মরে
এটাই সত্যি। 

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...