আমরা যারা হাঁটতে হাঁটতে রোজ পড়ছি
উঠে দাঁড়াচ্ছি আবার ,
স্বভাবে লেগে আছে বাঁচার অধিকার।
কলারের কাছে ,হাতের কাফলিং জুড়ে শুধু যোগ্যতার খোঁজ
শব্দ নয় ,শুধু রাষ্ট্র জুড়ে আজ বাঁচা লেগে
শুধুই বাঁচা।
.
২৩ শে জানুয়ারি ,ছুটির দিন ,পার্টির দিন ,দিন একটা সাধারণ
তবু মনে করে
তেইশ শতাংশ ডিসকাউন্ট ঝুলছে শহরের মলে।
কাকে মনে করছে সময় ?
কেন মনে করছে সময় ?
আসলে কিছু মৃত্যু শুধু কেঁচো হয়ে থেকে যায়
আর কিছু সময়ের অধিকারের দাগ ,
রক্তের দাগ।
.
আজও যারা সত্যির সামনে অনায়াসে মাথা নিচু করে
আজও যারা বন্দুকের নলের সামনে অনায়াসে সত্যি বলতে পারে
তাদের জন্য ২৩ শে জানুয়ারি।
রাজপথ আজও রাষ্ট্রের নাটকে সাজানো
তবু সেখানে আজও দাঁড়ায় কিছু মশাল মাথা উঁচু করে
সেই মশালদের জন্য ২৩ শে জানুয়ারি।
রাষ্ট্রের প্রতিটা প্রতিবাদ
প্রতিটা মোমবাতি মিছিল
প্রতিটা সময়ের বিদ্রোহের জন্য ২৩ শে জানুয়ারি।
২৩ শে জানুয়ারি শুধু একটা দিন না
২৩ শে জানুয়ারি একটা প্রতিবাদের নাম
২৩ শে জানুয়ারি একটা জন্মের নাম
আজ জন্মের সেই বিদ্রোহী মানুষটাকে সেলাম
সেলাম বীর সুভাষ।
উঠে দাঁড়াচ্ছি আবার ,
স্বভাবে লেগে আছে বাঁচার অধিকার।
কলারের কাছে ,হাতের কাফলিং জুড়ে শুধু যোগ্যতার খোঁজ
শব্দ নয় ,শুধু রাষ্ট্র জুড়ে আজ বাঁচা লেগে
শুধুই বাঁচা।
.
২৩ শে জানুয়ারি ,ছুটির দিন ,পার্টির দিন ,দিন একটা সাধারণ
তবু মনে করে
তেইশ শতাংশ ডিসকাউন্ট ঝুলছে শহরের মলে।
কাকে মনে করছে সময় ?
কেন মনে করছে সময় ?
আসলে কিছু মৃত্যু শুধু কেঁচো হয়ে থেকে যায়
আর কিছু সময়ের অধিকারের দাগ ,
রক্তের দাগ।
.
আজও যারা সত্যির সামনে অনায়াসে মাথা নিচু করে
আজও যারা বন্দুকের নলের সামনে অনায়াসে সত্যি বলতে পারে
তাদের জন্য ২৩ শে জানুয়ারি।
রাজপথ আজও রাষ্ট্রের নাটকে সাজানো
তবু সেখানে আজও দাঁড়ায় কিছু মশাল মাথা উঁচু করে
সেই মশালদের জন্য ২৩ শে জানুয়ারি।
রাষ্ট্রের প্রতিটা প্রতিবাদ
প্রতিটা মোমবাতি মিছিল
প্রতিটা সময়ের বিদ্রোহের জন্য ২৩ শে জানুয়ারি।
২৩ শে জানুয়ারি শুধু একটা দিন না
২৩ শে জানুয়ারি একটা প্রতিবাদের নাম
২৩ শে জানুয়ারি একটা জন্মের নাম
আজ জন্মের সেই বিদ্রোহী মানুষটাকে সেলাম
সেলাম বীর সুভাষ।
No comments:
Post a Comment