একসাথে আছি
... ঋষি
দুটো নিশ্বাস ,দুটো পা।
দুটো বিশ্বাস ,দুটো চাঁদ।
শহর ভরছে সময় এক মুঠো শেষ সময়ের শীত।
আর বাকিটুকু
চলন্তিকা জানে।
.
সময়ে চারিদিকে বারুদের গন্ধ
অথচ আমাদের সময়ে কোনো বারুদ নেই ,
আছে আগুন
পোড়ার গন্ধ নেই,আছে পোড়ার সুখ
আর পুড়তে থাকা কিছু শতাব্দী প্রাচীন শুকনো দুঃখ।
পবিত্রতা শব্দটা বোধহয় আজকাল ভীষণ বাজারী
বরং সময়ের ভাষায় বলতে হয়
আয় আমরা সময়ের গল্প লিখি।
.
শুয়ে শুয়ে সিলিঙের দিকে তাকিয়ে আছি
ঈশ্বর ঘোড়া ছোটাচ্ছে ,চারিপাশে ইচ্ছার ওড়াওড়ি।
শুয়ে শুয়ে ইট ,পালঙ্ক ,ঘড়ির পেন্ডুলাম থেকে ধোঁয়া ওড়াচ্ছি
চারিপাশে সিগারেটের ধোঁয়া
আচ্ছন্নতা
অনুভূতিরা এমনি হয় বোধহয়।
আমাদের সূতোয় ঝুলিয়ে সময় নামক ঈশ্বর লিখে চলেছে উপাখ্যান
পুতুল নাচের ইতিকথা।
আমাদের ঠোঁটে ,আমাদের চামড়ায় আজকাল সময়ের দাগ
আর নিঃশ্বাসে পরীক্ষা করলে হয়তো অপেক্ষা।
দুটো জীবন ,দুটো পথ
দুটো বাঁচা , দুটো শব্দ
একসাথে আছি।
No comments:
Post a Comment