সময়
,রাষ্ট্র ,চলন্তিকা
.... ঋষি
সময়
,রাষ্ট্র আর চলন্তিকাকে
এক লাইনে দাঁড়িয়ে প্রশ্ন
করি
দেশ
মানে কি ?
.
সময়
চিৎকার করে
চিৎকার
করে ঝরে পড়তে থাকে
দু দুটো বিশ্বযুদ্ধ ,
ভিয়েতনাম
,প্যালেস্টাইন ,সাউথ আফ্ৰিকাৰ সেই
বিখ্যাত ক্ষুদার্থ ছবি
মানুষের
পাশে শকুন।
মদের
দোকানে ভীষণ লাইন ,মানুষ
সৎকারের পর নেশার চোখ
ক্ষুধার
পৃথিবী ,ক্ষুধার মতো সুন্দর
আর
দেশ নরকঙ্কাল ক্রমশ
বুঝতে
পারি না ,নারী না পুরুষ ,নাকি
হিজড়া।
.
রাষ্ট্র
জবরদস্ত
সাদা
পাঞ্জাবি ,পায়জামা কিংবা কালো দামি
কোট ,কোচকে জুতো ,
চোখের
স্যানগ্লাসের আড়ালে চোখগুলো রক্ত
চোষা।
কার
চোখ ? কার রক্ত ?
মানুষ
তো স্বাধীন অথচ কেঁচোর থেকে
নিকৃষ্ট।
সীমারেখা
,কোর্টমার্শাল ,বি এস এফ
দেশের
পতাকায় ঝুলতে থাকা ত্রিশূলে
মানুষের রক্তের ছোপ।
দূর
থেকে মাইকে শোনা যাচ্ছে
মিথ্যা
বিপ্লবী
আমরা আসুন দেশ গড়ি
,মানুষের জন্য ,শৈশবের জন্য
প্রতিবেশী
দেশের জন্য
কন্যাকুমারী
থেকে শুরু করে সুমেরু
শুধু শান্তি ,
রাষ্ট্র
হাসছে মানুষকে বোকা বানিয়ে।
.
চলন্তিকা
সেদিন দেখলাম
তুমি
হেঁটে আসছো আমার দিকে
মিছিলের সামনে দাঁড়িয়ে স্লোগানের
মতো ,
তোমার
গলা শুনতে পারছি
We
need justice, No rape, No pain………. ।
সময়
দেখছে ,রাষ্ট্র দেখছে অথচ নির্ভয়ার
ঘটনার সংবাদ পরিবেশন
দৈনন্দিন
রোজকার।
তুমি
হাসছো ,তোমার ঠোঁটে কালসিটে
,গড়িয়ে নামছে ঠোঁটের কোনে
রক্ত
তবুও
হাসছো এই বিশ্বে ,এই
সংসারে ,এই জন্মে
চিৎকার
করছো
Come
on fuck me, come on ………….।
আমি
চোখ বন্ধ করছি
দেশ
মানে তোমার মতো আমিও
দেখতে পাচ্ছি
থেঁতলানো যোনি
মুখ।
No comments:
Post a Comment