Wednesday, January 15, 2020

হাজার চুরাশিকে


হাজার চুরাশিকে
... ঋষি

ব্রতী চ্যাটার্জিকে  চেনেন ? চেনেন নামটা ?
কাঁটা পুকুর থানা ?
না আমরা কেউ চিনি না সেই শয়তানকে
আমরা চিনি না এমন কাউকে যে বা যারা সত্যি বলেছিল ,
বলেছিল সময়ের কথা ,মানুষের কথা
আর চেয়েছিল একটা স মা জ
আজকে সময়ের দাঁড়িয়ে মানেটা জানেন বোধহয় সমাজের ?

দুটো বুলেট গভীর ভাবে ঢুকে গেছিল ব্রতীর বুকে
হাজারো নিয়ম বদলাতে চেয়ে  ব্রতী চ্যাটার্জি নামটা লোপাট হয়েছিল ,
শুধু আমার মতো কিছু লোক হয়তো জানে সেই নাম্বারটা
হাজার চুরাশি।
শুধু আমার মতো কিছু বেকার ভাবনা
সেলাম করে হাজার চুরাশিকে
একটা প্রতিবাদের জন্য সময় বদলাবার।

সময়কে সেলাম
সেলাম মানুষকে  ,
রাষ্ট্রকে সেলাম
সেলাম স্বাধীনতা নামক রাজনৈতিক উত্থানকে।
অথচ হাজার চুরাশি সংখ্যাটা কোথাও দেখা যায় নি খবরের পাতায়
শুধু একটা গর্ভমেন্ট নথি হয়ে রয়ে গেলো ব্রতী ।
অথচ হাজার চুরাশি সংখ্যাটা স্বীকার করে নি ব্রতীর বাবা ,ব্রতীর আত্নীয়রা
শুধু তার মা তিপ্পান্ন বছরের সুজাতা আজও তাকে মনে করে।
সময় চিৎকার করতে পারে নি ব্রতীর জন্য
সম্পর্ক দিতে পারে নি কোনো মানে সময়ের ঠিকানায়
শুধু হাজার চুরাশি একটা সংখ্যা মাত্র ।
শুধু আমার মতো কিছু ঘরের ভাত খেয়ে সময়ের মোষ তাড়ানো লোকেরা
মাঝে মাঝে মনে করে হাজার চুরাশি সংখ্যাটা 
সেলাম করে ব্রতীর মতো হাজারো নীল হয়ে মর্গে পচা শরীরকে।
যাদের কোনো পরিচয় দেয় না সমাজ
যাদের কোনো নাম দেয় না সময়
শুধু একটা সংখ্যা থাকে তাদের
একটা মৃত শরীরের  নাম।
সেলাম
হাজার চুরাশি।
 .
পুনশ্চ : বাড়ি ভর্তি সংসার ,বাঁচার খিদে ,সত্যি বলা অপরাধ এই সময়।

((মহাশ্বেতা দেবীর হাজার চুরাশির মা অবলম্বনে ,দুঃসাহসের জন্য ক্ষমাপ্রার্থী পাঠকদের কাছে  )
             
             

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...