Sunday, January 19, 2020

জীবন যাপন


জীবন যাপন
.... ঋষি

চায়ের কাপে সময় শুরু করে
বন্ধ করছেন খবরের পাতায় অজস্র শুয়ে থাকা দৈনন্দিন ,
আপনাকে ছুটতে হবে ,
আপনাকে হতে হবে অলিম্পিক কোয়ালিফাই রাম সিং যাদভ। 
সত্যি আপনি তো পুরুষ
আপনাকে সামলাতে হবে অফিসের টাই ,
করপোরেট সিস্টেম ,আনাস্টেসিয়া নিয়ে আপনাকে যেতে হবে কোমায়
আপনার এক্যুরিয়ামের জীবন যাপন।
.
কেননা আপনাকে সম্মুখীন হতে হবে কসবায় ট্রাফিক জামের
কেননা আপনাকে রেডরোড ছেড়ে যেতে হবে  বন্ধুর স্ত্রীকে এড়াতে।
কেননা আপনি বিবাহিত ,বাড়িতে আপনার চৌদ্দবছরের বনবাস
কেননা আপনি একমাত্র ভরসা আপনার সদ্য জন্মানো শিশু
কেননা আপনি গৃহপালিত সংসারি জীব
আপনাকে ঐশ্বর্য রায়কে স্বপ্নে ভাবতে হবে
আর নিজেকে মনে করতে হবে যোদ্ধা।
.
অতঃপর আপনার জীবনে ভাবার সময় নেই
ধোঁয়ায় আচ্ছন্ন করে রাখা ম্যাল রোডের একাংশ
দার্জিলিং থেকে লেপচাদের পরিশ্রমে বাঁচার গল্প
তাদের প্রেমিকার নাক থেকে তারা তুলে আনছে বরফে  কাঞ্চনজঙ্ঘা।
আপনার জীবনে পিছনে ফেরার উপায় নেই সাদা কালো দৃশ্যাবলী
টাইগার হিলের সূর্যোদয় ,একসাথে চাদরে জড়ানো উত্তাপ ,
একজোড়া নতুন কাপল
স্বর্গের হানিমুন বিছানা ছেড়ে আপনার বারংবার ক্রাশ করা বাঞ্চনীয়।
আপনি এখন ভাবতে পারেন
মিস হয়ে যাওয়া অফিসের ফোনকল আর চিরাচরিত মুখাভিনয়
ম্যাণ্ডিভিলা গার্ডেনের ফ্ল্যাট ও আগামী  রাজস্থান ট্যুর নিয়ে
কিংবা আপনার মিস হওয়া ই এম আই , বসের চিৎকার।
এইভাবে দৈনন্দিন
আপনি হারাতে থাকবেন আপনার প্রিয় গান ,প্রিয় কবিতা।
আপনার পুরোনো প্রেমিকার মুখ
আপনার পুরোনো বন্ধুদের।
আপনি ভুলতে থাকবেন আপনার ভালো থাকাগুলো
আপনার বেঁচে থাকাগুলো।
ক্রমশ আপনি ব্যস্ত
খুব ব্যস্ত
অথচ সম্পূর্ণ একা এই পৃথিবীতে।




No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...