Tuesday, January 21, 2020

মন খারাপ


মন খারাপ
...ঋষি

ভাবছিলাম আজ লেখা হবে না
ভাবছিলাম এত অন্ধকারে লেখা যায় না।
কিন্তু গভীর অন্ধকারে না লিখলে আলো ফুটবে কি করে? 
বিষন্নতা ছড়িয়ে দি জানলায়
সুদূরের দেবদারু বনে, পাখিদের নিরিবিলি চোখে,
একটা কংক্রিট সলিউসান দরকার
দরকার  শব্দদের  মেঘে মেঘে কান্নার নকশায় পাখির শব্দদের বোনার।

মাঝে মাঝে ভাবছি লিখব না
এখন আরোগ্যের কথা, এখন আরও যত বাকি পথ, বাকি গান সব বাকি থাক।
এখন আদমকে  পড়ি। উনি পুরুষ। 
এখন ইভের কথা ভাবি। উনি নারী।
এখন সঠিক জন্মের কথা ভাবি
মন ভালো রাখতে যত আলো, যত জল নদী ও আগুন।

এখন মামা ভাগ্নে পাহাড়ের সাথে কথা বলিয়ে দিই আল্পস আর আমাজনের
এখন নায়াগ্রা থেকে সুমেরু . মরক্কো থেকে মানিকতলা,
 শিয়ালদা থেকে একরোপলিশ
এখন শুধুমাত্র হেঁটে যাওয়ার কথা।
এখন পৃথিবীর সমস্ত প্রেমিকের জন্য, পৃথিবীর সমস্ত পথচারীর জন্য,
পৃথিবীর সমস্ত তুমিদেরদের জন্য,চলন্তিকার জন্য
বাকি একটা জীবনের  আলো লিখে রাখতে চাই।
আলো আলো
আরো আলো
মন বন্ধ করা, দম বন্ধের  গল্প,মনখারাপ
না আর না
অন্ধকার ভালো বন্ধু হলেও,
আলো না লিখলে বাঁঁচবো কি করে।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...