Sunday, January 19, 2020

কলকাতা ২০২০



কলকাতা ২০২০
... ঋষি

চলে যাওয়া স্মৃতি কুঁড়োচ্ছি
তুমি ধীরে ধীরে ঢলে পড়ছে সভ্যতার শেষ সূর্যে।
সমুদ্র পেরোতে পারি, এত প্রেম কুড়িয়েছি এককালে  নোনতা জলে
তবু  বাতাসে আজকাল নগ্ন প্রেম।
ইশতেহার খুঁজছে সভ্যতা পাতায় পাতায় মনখারেপের বিপ্লবীরা স্ট্যাচু সেজে
আসলে সময় সুযোগ বুঝে হিটলারকেও সন্ধি করতে হয়েছিল,
কিছুই বদলায় নি ২০২০ এর কলকাতায়
শুধু মানুষ খুব কমে গেছে।
.
 জনশ্রুতিতে পা ফেলেছি
হেঁটে চলেছি কল্লোলিনি কলকাতার শোরগোলে অন্য গ্রহে,
ক্রমশ বাড়তে থাকা নিরোধক  শব্দবোধে বয়স  ,
হাঁটছি ত্রিভুজের কোন ধরে শহরের অলিগলি
কমতে থাকা নিঃশ্বাসে সাথে।
.
চলে যাওয়া শীতের বিশ্বাস ছড়ানো কফির কাপে
নিঃশ্বাসে লেগে আছে আমার কলকাতা।
দৈনন্দিন শুধু একটা হিসেবে হয়ে রয়ে গেলো বেঁচে থাকার
সরগমে কিছু আনকোরা সুর।
ইদানিং সকাল দেখি না
যদিও আলোর  কড়া নাড়ে সদর দরজায় আমার কলকাতা ।
মনে হয়, জেগে উঠি
মনে হয় একবার অন্তত ,অন্তত একদিন নিয়ম ছাড়া বাঁচি
 একবার ব্যক্তিগতে ডানার ওপর থেকে শহরটাকে দেখি।
প্রিজমের পরত পেরিয়ে আরও ঝুঁকে যায় আলো
মধ্যাহ্নের সূর্য বোধহয় নড়েচড়ে উঠে মুখ ভ্যাংচায়।
শহরের প্রতিদিনা কুঁড়োনো শব্দের রাশি স্তূপাকৃত সাদা পাতায়
আমি  কবিতায় লিখি আমার কলকাতা।
স্বাগতকে বেছে নিই
 স্বাগত সাজিয়ে তুলি
আর তুমি হয়তো তখন কোনো কবিতার মঞ্চে তুমুল পাঠে ব্যস্ত।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...