প্রেমিক বুকে অন্ধকার
..... ঋষি
প্রৌঢ় লোকটি আরও একটু হাসে
হাসিতে চামড়ার ভাঁজ খুলে নেমে যায় বটগাছের শিকড়গুলো।
গভীর শিকড়
গভীর ভাবনায় পিছনে এসে দাঁড়ায় লোকটার প্রিয় প্রেমিকা।
মাথায় হাত বুলিয়ে বলে
মনে আছে ,
লোকটা হাসে খুব মনে মনে
বলে মনেতেই তো আছে।
.
কি চমৎকার মনেতে থাকা ডোরাকাটা জেব্রাক্রসিং
আলোর পথে হাত ধরে হাঁটা
তবু প্রেমিক বুকে অন্ধকার।
সংসারের ভিতর ,প্রসূতির ভেতর, চালের হাঁড়ির ভেতর খুব খিদে
সময় বড় হচ্ছে ,সন্তানরাও
আর প্রেম ক্রমশ হাঁপিয়ে চলেছে হাঁটার পথে।
.
তবু ছুটি আসে
তবু ছুটে আসে
সময়ের ইতিহাসে অজস্র চুপকথা
নিজস্ব বেওয়ারিশ লাশে লোকটার ক্রমশ অজস্র জলপ্রপাত
আসলে প্রেম শব্দটার পাখিদের মতো মুক্তি চায়
চায় গভীর আকাশ।
প্রৌঢ় লোকটি আরও একটু হাসে
খুনি কোনো একলা জানলা লোকটার দিকে পাহার খুলে দেয়
খুলে দেয় অজস্র ভালোবাসার দিন
অজস্র কাছে আসার দিন
পাহাড়ের ধাপ ,সূর্যোদয় ,সূর্যাস্ত ,ঢালু পথ ।
প্রৌঢ় আরও একটু হাসে
রূপকথা ভাবতে চায়
অথচ কোনো অভ্যস্ত অভিশাপ সময়ের রূপকথা বাঁচে না।
প্রেমিকা আবার বলে
কানে ফিসফিস ,ভালোবাসি
লোকটা একবার ফিরে তাকায় ,তাকিয়ে থাকে দূরে সূর্যাস্তের দিকে।
No comments:
Post a Comment