Thursday, January 9, 2020

হ্যালুয়েশন


হ্যালুয়েশন
... ঋষি

পাঁচ জন্ম বাঁচতে বাঁচতে সাত জন্মের অধিকার খুঁজছি
এই পৃথিবীতে সত্যি কি কেউ কোথাও আছে  ?
শূন্যে তোমার অধিকার ,
জন্ম ও জীবন তাও অধিকার ,
আর অনধিকার প্রবেশ সময়ের  ঘর ছিঁড়ে মনের ঘর
আমাদের বাঁচাটুকু।

সেই মাতাল আর ঈশ্বরের গল্পে মাঝখানে আমার এই সময়
একলা লিমিটেড ভার্সন হুইমজিকাল লাইফ স্প্যান
সেন্সর বোর্ডে আটকানো সমাজ
পৃথিবীর বাঁচার সবটুকু থেকে আমার আমিটাকে বাদ  দিলে
সবটাই শুন্য পরে থাকে
কিছু ধ্বংস আর নষ্ট সময়ের যোগফল।

বারান্দায় দাঁড়িয়ে জীবন জুড়ে দিলাম
দূরে সরতে থাকা রাস্তা ,আজকাল স্বপ্নে অরুচি উঠে আসে।
বারান্দার ব্যালকনির রডে জীবন ছেড়ে দিলাম
এলিয়ে দিলাম হাওয়া কাটতে থাকা দিন ,স্মৃতিমাখা কিছু অদ্ভুত রেশ।
হঠাৎ বারান্দায় সমুদ্রের গন্ধ
সময়ে ছোটবেলার গন্ধ।
বোকা বোকা সময় ,শরীরের শর্করা বাদ দিয়ে এগিয়ে চলেছি
সময় নেই নিজের ,হ্যালুয়েশন আছে ,
ভোর নেই তবু রাত জেগে নিয়মমাফিক পেঁচা
বিপ্লব নেই আছে হুঙ্কার ,
আছে নিয়মের শরীরে অসংখ্য অনিয়মিত অধিকার।
সময়ের শরীরের চামড়া উঠে পরে আছে বালিতে  গাছের  ছাল
শুকিয়ে যাওয়া গাছটা একলা দাঁড়িয়ে।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...