Sunday, January 12, 2020

কার সময় এটা



কার সময় এটা
.... ঋষি

আমি কত বোকা
সময়কে একটাকার একটা কয়েন দিলে খুশি ,আমি কবিতা দিচ্ছি
দিচ্ছি রক্ত পাতায় পাতায় ভরে।
ভাবি আমার কি লাভ ? ভাবি সময়ের কি লাভ ?
কি লাভ আমার ভালোবেসে  সময়কে ?
অনেকে চেষ্টা করলাম  এর আগে ,কি লাভ হলো
মানুষেরর কি ঘুম ভাঙলো ,রাষ্ট্রের ঘুম ভাঙলো কি ?
.
এই শহর ,এই গ্রাম ,এই রাষ্ট্র ,এই সড়ক
এগুলো কার ?
এগুলো নিশ্চয়  সেই পাগলিটার নয়
যার পেটে আজ পালিত নাম না জানা বেজাত।
এগুলো সেই ভিখারিটার নয়
যার সময় জানে না আগামীকাল তার খাবার জুটবে কিনা।
শুধু সময় জানে খিদে পাবে ঠিক
ওদেরও পায় ,তাদেরও পায় ,আমাদের পায়
অথচ রাষ্ট্র জানে না ,জানে না রাষ্ট্রের দুধেভাতে থাকা মানুষগুলো
যারা বিছানার চাদরে রাষ্ট্র জন্ম  দেয় রোজ।
.
কাদের লিখছি ,কেন লিখছি
যাদের লাস ভেগাসে নিরিবিলি রাত কাটে প্রাইমারি স্কুলের ভাতায়।
যাদের বাচ্চারা হাই  প্রোফাইল ইংলিশমিডিয়াম স্কুলে পরে
হাজারো শৈশবের শরীর বিক্রির টাকায় ।
কি জানবে তারা ?
সত্যিটা জানে রক্তে চান করা সেই মুটে মজুরগুলো
সত্যিটা জানে এই শহরে কালীপদ সান্যাল যার স্ত্রী আজ কোমায়
সত্যিটা জানে এই শহরের প্রতিটা রিকশাওয়ালা
অন্ধকারে সাক্ষী শহরের রাস্তায় লাইটপোস্ট গুলো
কার সময় এটা ?
কিন্তু কার হওয়ার কথা ছিল ?
সত্যিটা, সত্যি জানে না আমাদের  বিজ্ঞাপনে লাগানো রাষ্ট্র
কিংবা এই সড়ক
কিংবা যারা সময়কে ধর্ষণ করে  রাষ্ট্র তৈরী করে
আর জন্ম দেয় সময়ের নামে অজুহাত ।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...