Saturday, January 18, 2020

নোংরামি

নোংরামি
......ঋষি

আমি  নিজের ভিতর শহর খুঁজছি
খুঁজছি শহরের নোংরা মাটিতে দাঁড়ানো সেই নোংরা বাচ্চাটাকে,
বলতো তোর মা কে ?
মেহেরবান কাদারদান সাজানো সভ্যতার মুখে বাচ্চাটা নুনু ঘষে মুতে দেয়।
কি অশ্লীল না,কি খারাপ ভাষা
কখনো সভ্যতার ছাদ থেকে তুমি ঝাঁপ দিয়েছো
তবে জানবে কি করে।

মাদুরাই সিল্কের খসখস তুলে হেঁটে চলে গেলো একটা সাজানো গোত্র
আমি দাঁড়িয়ে সেই বাচ্চাটার পাশে,
কোথা থেকে সভ্যতা প্রশ্ন করলো বলতো তোর বাবা কে ?
বাচ্চাটা একমুখ থুথু ছুঁড়ে দিল সময়ের বুকে
তারপর ছুটে পালিয়ে গেলো শহরের বেশ্যা পট্টির দিকে
কি খারাপ ছেলেটা।

সভ্যতা হাসছে
ছেলেটা হাসছে সভ্যতার মুখে,সময়ের মুখে  ,কি সাহস।
সভ্যতার গ্যাসে দাউ দাউ করছে রমনীয় শরীর
সভ্যতার বিছানার চাদরে ভারজিনিটির রক্ত লেগে আসুরিক প্রথায়।
রেম্প ওয়াক করছে ছেলেটার মা
ক্যাট ওয়াক করছে সভ্যতার নোংরা শরীর
 আজকের শোর শো স্টপার  সেই পুরুষের বিছানায় দাঁড়ানো পা
কি দারুন আমরা দৃষ্টির আসনে ।
মাদুরাই সিল্কের খসখসে আওয়াজ তুলে শারী খুলছে ছেলেটার মা
ছেলেটা হাততালি দিচ্ছে কি দারুন
অথচ সময় বলছে নষ্ট ছেলে,বেশ্যার ছেলে।
আচ্ছা তোমরা কি নাটকেও কখনো নষ্ট হয়ে দেখেছো
যাতা এটা মাফ করবেন নোংরা ভাবনা,নোংরামি।

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...