Wednesday, January 22, 2020

চোখ থেকে দর্শন


চোখ থেকে দর্শন
... ঋষি
.
চোখ
.
জানি কোন এক দিন ঠিক স্মৃতিকে ঝেড়ে ফেলার চেষ্টায়
সময়কে বৃদ্ধ ,পুরাতন  হতে হবে।
সময়ের  সেই সব গানে যৌবনে থাকবে ঝিমিয়ে
শীত ঘুম দেবে জীবন ,চামড়ার বয়সের দাগে ।
সময়ক ব্যস্ত করছে শহর এই সময়
ব্যস্ত নাগরিক যাপনে দূরবীনে রাখা তাহাদের কথা।
কবির ঠোঁটে যন্ত্রনা , চোখে রোদ চশমা
বুদ্ধদেব বাবু একলা দাঁড়িয়ে
বার্ধক্যের দোরগোড়ায় আকাশের শেষ সীমানায় কামনা
হয়তো আশা।
মৃত্যুকে  খুঁজে ফেরে অধিকার এক একটা ধুরন্ধর অন্ধকারে
আবার প্রথম থেকে শুরু ।।
.
কারণ
.
রং আর আলোর মাঝে  টাইম মেশিন বসানো থাকে
বনবন ঘোরে ইতিহাস ,পর্যুদস্ত এই সময় ,
সব রং সাদা হতে চায়
সাদা রং আলোর মতন অধিকার খুঁজতে থাকে ।।
.
দৃষ্টি
.
বিচ্ছিন্ন ভীড়ের একলা বারান্দায় শব্দের মরশুমে হঠাৎ গর্ভবতী গাছ
প্রেম জন্মাচ্ছে মৃত্যুকে ঠোঁটে নিয়ে।
দূরে কোথাও মেঘ জমছে ,স্বচ্ছ কাঁচে অভিমান ঠোঁট কামড়াচ্ছে
কামরস
এরপর,
কথা শুরু হল চলন্তিকা তোমার ।।
.
দর্শন
.
বেকায়দায় মাটি খুঁড়ে সভ্যতা আবিষ্কারে ব্যস্ত ব্যাপকতা
প্রাচীন মন্দিরের গাত্রে প্রশ্ন চিন্হ তুমি
তোমার উপত্যকা।
ঋষিরা ধ্যানে মগ্ন আজ বহুযুগ ,রামের অহল্যাকে সাক্ষী রেখে
একযুগ শ্রমের ধারায় ,খুঁটে তোলা তোমার স্তন
সভ্যতা সৃষ্টির অঙ্গীকার।
 স্তরের আদিম ভোরে আঁকা থাকে
মানুষের বাইসন ,সৃষ্টির চাকা ,বসতি স্থাপন
নদী মাত্রিক সভ্যতা।
তাই তো সভ্যতা নারী ,তাই তো সভ্যতা সৃষ্টিতে
আকাশমোড়া বিস্ময়
তোমাকে আমার নদী মনে হয় চলন্তিকা
 এখানে ইতিহাসকে নাটক মনে হয়
মনে হয় শেষের শুরু  ।।


No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...