Thursday, January 2, 2020

ক্যামোফ্লেজ


ক্যামোফ্লেজ
... ঋষি

অসঙ্গত কারণে বুকের চিৎকারগুলো দাগ টানে না পাথরে
পাথরেরও ক্ষয় আছে ,
ক্ষয় নেই সময়ের বুকে সংরক্ষিত কিছু লুকোনো সময়ের ।
সেখানে ঝড় হয় ,শুকনো পাতা ওড়ে ,
উড়ে যায় হৃদয় হঠাৎ কোনো একলা দিনে সময়ের জেব্রাক্রসিং ভেঙে
মানুষের ভিড়ে নিজের মানুষের কাছে।
.
বিষাক্ত কিছু স্মৃতি একলা নোনাজলে ছটফট করে ভিজে মাটিতে
যেখানে সময় ডুবিয়ে দিলেই
উপছে  বেড়িয়ে আসে অনেকগুলো রক্তমাখা দিন।
আসলে ছবি তোলেন ঈশ্বর
বুকের ভিতরে খোদাই করে লিখে দেন মানুষের ভালো থাকা খারাপ থাকা।
ঈশ্বরের আঁকা সেই জ্যান্ত ছবিগুলো মানুষের হৃদয়ের দেওয়ালে
অসংখ্য ক্যানভাস।
.
আমরা ভালো আছি
আমরা বিষাক্ত হয়েও ভালো আছি।
আমাদের সারা শরীর জুড়ে ,আমাদের সারা সময় জুড়ে ,আমাদের অস্তিত্বে
হাজারো বিষাক্ত দাঁতের দাগ ,পুরোনো ঘা ,পাঁচড়া
যা আমরা একলা দিনে চুলকোতে থাকি।
আসলে আমরা যে শহরের নাগরিক ,আমরা যে সময়ের নাগরিক
যেখান থেকে আমাদের বেড়ে ওঠা
সকলে আমাদের শিক্ষা দিয়েছে ভালো থাকতে হয়
না হলে মরতে।
এ যেন ঈশ্বরের শাসনে পুরোনো ছবির ক্যানভাসে গড়িয়ে নামা রং
সময়ের জং।
আসলে আমাদের প্রত্যেকের কাহিনীর ভিতরে,
সংলাপের ভিতরে
ছটফট করে
বাঁচতে চাওয়া নামক একটা অক্লান্ত যন্ত্রনা।
ক্যামোফ্লেজ করে ,ফ্ল্যাশ ঝলকায় - আলোর ভিতরে
প্রত্যেকটা অন্ধকারের পরে
আমাদের যন্ত্রণাগুলো আমাদের বাঁচিয়ে রাখে।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...