Friday, January 31, 2020

ঈশপের গল্প .....


ঈশপের গল্প
.......ঋষি

পড়ন্ত এক বিকেল,
সূর্য কেমন ঈশপের দেশে নিতী বাচক কিছু।
আমি ক্রমশ গোধূলির উষ্ণ রঙে, মিশে যাচ্ছি ক্রমাগত
ভিতর ভিতর ধূলিমলিন সভ্যতায়।
যেন শীতের পর্ণমোচী অরণ্য
আঙুল ছুঁয়ে দেখো, কম্পিত আমি কম্পিত সময়।

ভেবে দেখছি না মানুষ নামক সাজানো সভ্যতা
নিংড়ে খাওয়া সমাজরীতি, মরতে  থাকা মানুষ,
বিপন্ন প্রকৃতি।
আমি থাকবো আমার মতো চোখ বুজে,মুখ বুজে
 ঠোঁটে সেলোটেপ এঁটে
ছিঁড়ে ফেলবো ঈশপের বই।

সন্ধ্যে হবে ফিরবো ঘরে,রাত্রি হলে ঘুম,
পরদিন সং সেজে দৌড়াবো,ঘোড়ার মতো ছুটবো
প্রতিদিন।
শেষে পড়ন্ত বিকেলে সূর্যের সাজানো  ঈশপের গল্প শুনে
মাথা নাড়বো, গা ভাসাবো
তারপর হাতে তুলে নেবো বাঁচার আগুন,তাতে পোড়াবো নিতীপাঠ ।
তোমার হাতে এখন সময়ের ফুল
আমার বুকে মৃত মুখ,মৃত স্বপ্ন, মৃত কিছু যোগফল,
গড়িয়ে নামছে জল।
আমরা কি বদলে যাচ্ছি সময় ?
কেউ ঘুমিয়ে আছে আমাদের থেকে বহুদূরে
কেউ আসবেনা আর জানি সময়ের ভুল,
তবু এখনও বাঁচতে ইচ্ছে করে
অন্ধকার থেকে  আলোতে লিখতে ইচ্ছে করে  ঈশপের নিতীকথা।

No comments:

Post a Comment

জানতাম না

জানতাম না এক প্রতিবাদী আন্দোলন রাতভর মিটিং,মিছিল,অনসন সবকিছু মিথ্যা  মিথ্যা কাগজফুলের মতো গন্ধহীন এশহরে এক পৈশাচিক রাত্রির আয়ু, রক্তের গন্ধ।...