Monday, July 1, 2013

RISHI026@GMAIL.COM

#### " পাপী আত্মা " ####
লেখক : ঋষি 
************************
আদিম রিপুর চেনা স্পর্শে 
সেদিন ঝড় উঠেছিল হৃদয় গভীরে  
বৃষ্টির দিনে আসক্ত নেশায় ডুব দিয়ে 
পাপ করেছিল লজ্জাহীন শরীরটা  
ছুঁয়ে দিয়েছিল তোমায় 
তোমার আসমুদ্র হিমালয়ের হাতছানি 
ফিরিয়ে দিতে পারে নি  
ডুব দিয়েছিল কামনার আরবসাগরে 
সিক্ত হয়ে ছুঁয়ে দেখেছিল 
শীতল হিমালয়ের বরফগুলো  
তোমার শৃঙ্গগুলোর শীতলতায় 
কাঁপতে কাঁপতে 
টেনে নিয়েছিল তোমার তপ্ত শরীরটা  
ক্ষনিকের আকাঙ্খার আগুনে 
নিজেকে পুড়িয়ে তৃপ্ত হয়েছিল 
লজ্জাহীন শরীরটা  
এ যে পাপ 
আসমুদ্র হিমালয়ের অভিশাপ 
নিজের আত্মার হত্যা লীলায়
মগ্ন অরাজকতার 
কোনো উত্তর তুমি নেও নি  
শুধু হাসতে হাসতে বলে গিয়েছিলে 
পারি না ,আর পারি না  
*************************

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...