#### " পুরনো অতীত " ####
- : ঋষি
********************************
নেই নেই করে কেটে গেল
তিরিশটা দগদগে অতীত
তার সাথে লেগে আছে
কতো মুখ ।
মুখে মুখোরিত সময়ের সঙ্গোপনে
মুছে গেছে শৈশবের দিনগুলো ।
যেখানে রাখা বাক্সবন্দী কিছু স্মৃতি
ঘুমের ঘোরে
জীবনের পথে দেখা হয়ে যাওয়া বন্ধু
বন্ধুত্বের স্মৃতি ।
আর লুকোনো কিছু প্রেমিকা
ভিক্টোরিয়া ,কলেজ ক্যান্টিন
জীবনের প্রতি মোড়ে রাখা স্মৃতিঘন মুহূর্তরা ।
কাদা মাঠে খালি পায়ে
আমি আছি পাশ দে
সেইসব মুহূর্তরা ।
সিগেরেটের প্রথম চুম্বন
চুম্বন প্রেমিকার ঠোঁটে
প্রথম নারীর স্পর্শ
সেইসব মুহূর্তরা।
আজ সব হারানো অতীত
আমার পিছনে থাকা
তিরিশটা দগদগে অতীত।
ফিরে পেতে চাই
কাছে পেতে চাই মুখোমুখি
আমি আর আমার পুরনো অতীত ।
- : ঋষি
**************************
নেই নেই করে কেটে গেল
তিরিশটা দগদগে অতীত
তার সাথে লেগে আছে
কতো মুখ ।
মুখে মুখোরিত সময়ের সঙ্গোপনে
মুছে গেছে শৈশবের দিনগুলো ।
যেখানে রাখা বাক্সবন্দী কিছু স্মৃতি
ঘুমের ঘোরে
জীবনের পথে দেখা হয়ে যাওয়া বন্ধু
বন্ধুত্বের স্মৃতি ।
আর লুকোনো কিছু প্রেমিকা
ভিক্টোরিয়া ,কলেজ ক্যান্টিন
জীবনের প্রতি মোড়ে রাখা স্মৃতিঘন মুহূর্তরা ।
কাদা মাঠে খালি পায়ে
আমি আছি পাশ দে
সেইসব মুহূর্তরা ।
সিগেরেটের প্রথম চুম্বন
চুম্বন প্রেমিকার ঠোঁটে
প্রথম নারীর স্পর্শ
সেইসব মুহূর্তরা।
আজ সব হারানো অতীত
আমার পিছনে থাকা
তিরিশটা দগদগে অতীত।
ফিরে পেতে চাই
কাছে পেতে চাই মুখোমুখি
আমি আর আমার পুরনো অতীত ।
No comments:
Post a Comment