Thursday, July 25, 2013

RISHI026@GMAIL.COM

 #### " পোড়া হৃদয় " ####
লেখক : ঋষি
*************************
 পোড়া হৃদয় আর পোড়ে না
পোড়া সময় দাগ টানে না ,
যতোই যত্নে রাখো হৃদয়
পোড়ানো স্মৃতি ভোলা যায় না ।
কিছু কথা চোখে লেগে আছে
কিছু কথা রাখা পোড়ানো  স্বপ্নে ,
তাদের তুমি যতোই দুরে ঠেলো
জীবন থেকে তাদের তাড়ানো যায় না ।
সেই চোখ হৃদয়ে লেগে আছে
সেই ঠোঁট আজও মনে গেঁথে আছে ,
যতোই নিজেকে সাজিয়ে রাখো না কেন
চোখের কাজলে ক্লান্তি ঢাকা যায় না।
সাজানো শহরে সাজানো স্বপ্নে
ইঁটের  স্থুপে রাখা সেই ভালোবাসা,
ভাঙ্গা হৃদয়ের ভাঙ্গা বাড়িঘর
নতুন স্বপ্নে সাজানো যায় না ।
সেই সন্ধায় চোখের পাতায়
লাগানো স্বপ্নের পোড়া নোনা জল ,,
তাল ভাঙ্গা সুর ,তাল ভাঙ্গা টান
বেতাল লাগে
আর নতুন সুর সাধা যায় না ।
পোড়া হৃদয় আর পোড়ে না
পোড়া সময় দাগ টানে না ,
হারিয়ে যাওয়া ইচ্ছা গুলো
স্পন্দনহীন স্বপ্নগুলো ,
মেকি হাসিতে আবার বোনা যায়
নক্সীকাঁথা আর বোনা যায় না।
***************************

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...