#### " ফিকে লিপস্টিক " #### লেখক : ঋষি | |
আমি যতোই রঙিন হয় না কেন তোমার মত রঙিন আমি নয় । তাইবলে ভেবো না তুমি লিপস্টিক মাখো আমি মাখি না তাই বলছি। অমন তো কতো রং মাখা মানুষের মুখে অমন তো কতো ছবি রাখা আমার বুকে ও সব কিছু নয় গো। তোমার শেওলা রঙের শাড়িটা ওটা পরে তুমি কাছে এসে দাঁড়ালে , মনে হলো কোনো কবিতা যেন। তোমার দুই ভুরুর মাঝে টিপটা কোনো সাগরে দিশাহীন তৃষ্ণা। তুমি বললে আমি আসি তুমি চলে গেলে কোমর দুলিয়ে । আমি তাকিয়ে দেখলাম তোমার চলে যাওয়া জানলা থেকে যতো দুর দেখা যায় আমি দেখলাম তুমি চলে গেলে । তোমার লিপস্টিকের লাল রংটা আমি জানি ফিকে হয়ে যাবে তুমি ফিরে এলে । আমি বলব না কখনো তোমায় তুমি এসো কিন্তু তুমি বলবে আমাকে আমি আসি । তুমি চলে যাবে তারপর আমি জানি আরো রঙে তুমি রঙিন হয়ে যাবে । আমি তো আগেই বলেছি তোমার মত রঙিন আমি নয় । |
Monday, July 8, 2013
RISHI026@GMAIL.COM
Subscribe to:
Post Comments (Atom)
বাড়ি
হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ আমাদের আরও কাছে আনে , ...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
No comments:
Post a Comment