Friday, July 12, 2013

RISHI026@GMAIL.COM


 #### " আর কিছুক্ষণ " ####
লেখক : ঋষি

শেষ বিকেলের পড়ে যাওয়া রৌদ্রটা
অন্ধকারে মিশে যাচ্ছে।  
চোখে চোখ রেখে 
বুকের সাথে বুক মিশিয়ে। 
যে নিশ্চিন্ত অহংকারে পড়ন্ত রৌদ্রটা 
বুক ফুলিয়ে হাঁটছে অন্ধকারের পথে 
ও তো জানে না অন্ধকারটা কি ?
অন্ধকারের মাতাল নেশায় 
অন্ধকারের ছলনায়
অন্ধকারের প্রেমে শুধু আলো ডুবে যাচ্ছে । 
ফুটপাথের রেলিং ছুঁয়ে 
যে শেষ আভাটুকু বেয়ে নামছে 
সে জানে না আর কিছুক্ষণ । 
তারপর থাকবে না আর অস্তিত্ব 
তারপর থাকবে না আলোর জীবন 
তারপর থাকবে না কিছু 
সবটুকু মিলে যাবে অন্ধকার শ্মশানে । 
যে অহংকারে সকালের সুর্য আসে আশা নিয়ে 
তার রেশটুকু থাকবে না । 
থাকবে না কোনো আকাঙ্খা বেঁচে থাকার 
থাকবে না কোনো ভালোলাগা 
থাকবে না এই প্রেম 
অন্ধকারে মিশে গেলে শব থাকবে শুধু। 
থাকবে না আর আলো 
আর কিছুক্ষণ 
তারপর সব শেষ ।  

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...