#### " কৃত্রিম সম্পর্ক " #### লেখক : ঋষি | |
চলার পথে আজ শিহরণ ছড়ানো শিহরণ ছড়ানো হৃদয়ের কোনে রাখা সিন্দুকে । কিছু সম্পর্কের বাসি বিরম্বনায় আজ ভারাক্রান্ত জীবনের পারাবার । কিছু স্বপ্ন রোজ মরে নিদ্রায় কিছু সম্পর্ক রোজ জাগে আমার সাথে । লেগে থাকে জীবন দেওয়ালের গায়ে গায়ে কিছু সম্পর্কের ভালোলাগা হাসি মুখ । শৃঙ্খলে জড়িয়ে ,রৌদ্রে পোড়ে কিছু সম্পর্ক ঘামতে থাকে অবহেলায় । কখন যে ক্লান্তি নামে কখন যে সন্ধ্যে হয় রাত্রি নামে কিছু সম্পর্ক হাসতে হাসতে জড়িয়ে ধরে। বলে ঘুমিয়ে পরো এবার। বলে ভোর হলো দোর খোলো সম্পর্ক জেগে ওঠো রে । কিছু সম্পর্ক্য জেগে থাকে গহীন রাতে কিছু সম্পর্ক্য বিরক্ত হয়ে বলে ডিসগাসটিং । কিছু সম্পর্ক্য হাসতে হাসতে বলে উয়াও নাইস টু মিট ইউ । আর এই কিছু সম্পর্কের মাঝে আমি বাঁচতে থাকি ,হাসতে হাসতে বলি ,,,,,,,, খাঁচার ভেতর অচিন পাখি উড়ে যেতে চাই । |
Saturday, July 13, 2013
RISHI026@GMAIL.COM
Subscribe to:
Post Comments (Atom)
বাড়ি
হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ আমাদের আরও কাছে আনে , ...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
No comments:
Post a Comment