#### " স্মৃতির আঠা " ####
লেখক : ঋষি
**************************
চিরকালের জড়িয়ে ধরা স্মৃতিদের ভিড়ে
তার কথা ভোলা যায় না ।
আম ,কাঁঠাল ,দেবদারুর একত্রিত জীবনে
ভিন্ন স্বাদ
তাকে আর ছোঁয়া যায় না ।
কাঠের পুতুল খেলা হলে
আমার কাছে এসো
এ কথা তাকে আর বলা হয় না ।
ফাঁকা মাঠে উড়ে যাওয়া খড়কুটো
ঝড়ের শব্দ কানে বাজে
তুমি শোনো?
কিন্তু বৃষ্টি এলে বৃষ্টির রুমঝুম
অন্য শব্দ শোনা যায় না ।
বৃষ্টি পড়ে টাপুর টাপুর
হৃদয় ঘরে একলা দুপুর
একলা দুপুর পুড়ে যা
আমার কথা বুঝে যা ।
তুমি বোঝো?
আসলে তোমাকে বোঝানো যায় না ।
ছেঁড়া ঘুড়ি আঠা দিয়ে জোড়া যায়
হৃদয় আকাশে তাকে আর দেখা যায় না ।
তুমি কি জানো ?
ছেঁড়া হৃদয় কখনো আর জোড়া যায় না ।
কিছু কথা কাঁঠালের আঠা
যতোই দুরে ঠেলো না কেন
ওঠানো যায় না ।
*******************************
লেখক : ঋষি
**************************
চিরকালের জড়িয়ে ধরা স্মৃতিদের ভিড়ে
তার কথা ভোলা যায় না ।
আম ,কাঁঠাল ,দেবদারুর একত্রিত জীবনে
ভিন্ন স্বাদ
তাকে আর ছোঁয়া যায় না ।
কাঠের পুতুল খেলা হলে
আমার কাছে এসো
এ কথা তাকে আর বলা হয় না ।
ফাঁকা মাঠে উড়ে যাওয়া খড়কুটো
ঝড়ের শব্দ কানে বাজে
তুমি শোনো?
কিন্তু বৃষ্টি এলে বৃষ্টির রুমঝুম
অন্য শব্দ শোনা যায় না ।
বৃষ্টি পড়ে টাপুর টাপুর
হৃদয় ঘরে একলা দুপুর
একলা দুপুর পুড়ে যা
আমার কথা বুঝে যা ।
তুমি বোঝো?
আসলে তোমাকে বোঝানো যায় না ।
ছেঁড়া ঘুড়ি আঠা দিয়ে জোড়া যায়
হৃদয় আকাশে তাকে আর দেখা যায় না ।
তুমি কি জানো ?
ছেঁড়া হৃদয় কখনো আর জোড়া যায় না ।
কিছু কথা কাঁঠালের আঠা
যতোই দুরে ঠেলো না কেন
ওঠানো যায় না ।
**************************
No comments:
Post a Comment