Sunday, July 14, 2013

RISHI026@GMAIL.COM

**** " কতখানি খালি " ****
- ঋষি
******************************
হাত মুঠো করি হাত খুলি -সব খালি । 
এক গ্লাস জল -অর্ধেক খালি । 
জীবনের চাওয়া পাওয়া -লোভ খালি...।
আজকে এখানে -কালকে খালি ।
একটা জীবন ,সময় -হৃদয় খালি ...।
প্রেমাতুর স্পর্শ -আসলে খালি ।
সম্পর্ক আসলে -অন্ধ খালি ...।
আগুনের তাপে পোড়া- শুধু খালি ।
জংলা জীবন -গন্ধ খালি ...।
লোভের ভিতরে - মন খালি ।
আকাশে নীল আর -বাকী খালি ...।
গ্রীষ্মের দুপুরে -আগুন খালি ।
চলার পথে -স্বপ্ন খালি...।
ভাঙ্গা হৃদয়ে -প্রেম খালি ।
অন্ধকার বিছানায় -শীতল খালি...।
মেঘলা আকাশ -সময় খালি ।
আলোর দেখা -ঘুম খালি...।
সময়ের পিছনে -ছোটা খালি ।
জীবনে চলে -যাওয়া খালি...।
জীবনের পরে -মৃত্যু খালি ।
আসলে জীবনে -সব খালি ...।
*********************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...