Monday, July 29, 2013

RISHI026@GMAIL.COM

GOOD EVENING FRIENDS,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
### " জীবন তৃষ্ণা " ###
লেখক : ঋষি
***************************
সোনা শরীরে মাখামাখি করে তৃষ্ণা
গলা শুকিয়ে যায় ।
শরীরের মাঝে ছড়ানো  তৃষ্ণা গাছ
বহুদূরে ছুঁতে চায় জীবন  প্রতিক্ষণ
কিন্তু ছোঁয়া যায় ।
নিজের ছায়ার সাথে চলা
মাথার উপর রৌদ্র ।
পায়ের তলায় বিষাক্ত রক্তক্ষরণ
ভীষণ  গরম রক্ত মেশে মাটিতে ।
চোখ থেকে একবিন্দু জল টুপ করে ঝরে পরে
কিন্তু রাক্ষসে  মাটি শুষে নেই একবিন্দু জল ।
ওটাই তো জীবন
একটু জল এখানে ।
ওটাই তো  জীবন
ওটাই  তো তৃষ্ণা জীবনের ।
খালি পায়ে হেঁটে যাওয়া
সময়ের পরে সময়
কতো  ওঠা নামা কতো  বালিয়াড়ি ।
আর পথে যদি রাত্রি নামে
তখন ভীষণ ঠান্ডা ,ভীষণ  শীতল।
চোখ লেগে আসে তৃষ্ণার নেশায়
কিন্তু ঘুমোনো যায় না।
জীবন ছুঁতে চায় মরু পারের  শান্তি
জীবন ছুঁতে চাই এক মুহুর্তের তৃপ্তি।
ওটাই  তো জীবন
ওটাই তো তৃষ্ণা সোনা শরীরে ।
****************************

No comments:

Post a Comment

সময়ের বুক

নিঃসঙ্গতার কাছে আছে প্রত্যুত্তর  সত্যি তো ফিরে আসা যায় না  প্রেমিকা লিখলেই আমি নদীর কাছে দাঁড়াই , কাল্পনিক সংলাপে নদীর জল কখন যেন হৃদয় ভাষায়...