Monday, July 1, 2013

RISHI026@GMAIL.COM

#### " বন্দী আলো " ####
- : ঋষি
************************
উড়ছে জীবন
প্রতিদিন প্রতিরাত 
ফুটপাথ থেকে গড়ের মাঠ । 
শুরু থেকে শেষ .
কোনো আজব দেশ ।

উড়ছে অভাব
সকাল, বিকেল ।
উদয় ,অস্ত
পেটে খিদে নেশায় মত্ত
আইনে বাঁধা কঠিন তথ্য।

উড়ছে হৃদয়
পুড়ছে সময় ।
রক্ত লাল ভালোবাসায়
আর কিছু নয়
সম্পর্ক চাই ।

উড়ছে আগুন
পুড়ছে মানুষ।
বিজ্ঞাপনে সাজানো ফানুস
ঘুরছে খোলা
বন্য মানুষ ।

উড়ছে মরণ
যখন তখন ।
জীবন জুড়ে রক্তক্ষরণ
একটু শান্তি
চাইছে প্রানটি।

উড়ছে আঁধার
লুকিয়ে আলো ।
হচ্ছে বন্দী
করছে সন্ধি
আলো এখন আঁধারে বন্দী ।
*********************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...