Monday, July 1, 2013

RISHI026@GMAIL.COM

#### " বন্দী আলো " ####
- : ঋষি
************************
উড়ছে জীবন
প্রতিদিন প্রতিরাত 
ফুটপাথ থেকে গড়ের মাঠ । 
শুরু থেকে শেষ .
কোনো আজব দেশ ।

উড়ছে অভাব
সকাল, বিকেল ।
উদয় ,অস্ত
পেটে খিদে নেশায় মত্ত
আইনে বাঁধা কঠিন তথ্য।

উড়ছে হৃদয়
পুড়ছে সময় ।
রক্ত লাল ভালোবাসায়
আর কিছু নয়
সম্পর্ক চাই ।

উড়ছে আগুন
পুড়ছে মানুষ।
বিজ্ঞাপনে সাজানো ফানুস
ঘুরছে খোলা
বন্য মানুষ ।

উড়ছে মরণ
যখন তখন ।
জীবন জুড়ে রক্তক্ষরণ
একটু শান্তি
চাইছে প্রানটি।

উড়ছে আঁধার
লুকিয়ে আলো ।
হচ্ছে বন্দী
করছে সন্ধি
আলো এখন আঁধারে বন্দী ।
*********************

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...