Wednesday, July 31, 2013

RISHI026@GMAIL.COM

##### "প্রকৃতি না প্রেম"#####
লেখক : ঋষি
**************************
ক্যানভাসে  রঙিন রং তবু কেন সাদা
পায়েতে নতুন আলতা তবু বর্ণহীন
ভালবাসার আলিঙ্গন কেন গন্ধহীন ।
প্রকৃতি না প্রেম কোনটা শক্তিশালী ?
সকিছু আজ জীবনে বড় মলিন ।
কোনকিছু আর দাগ কাটে না
দাগ টানে না প্রকৃতি না প্রেমে ।

বৃষ্টি এল ভিজিয়ে দিল আমায় নতুনকরে
মেঘ বললো ওরে বৃষ্টি তুই শুকিয়ে যা ।
কিন্তু চোখটা  কখন ভিজে শুকিয়ে যায়
গাছে পাতা হয় ,পাখি ডাকে মনে
কিন্তু ঝরা পাতা কখনে পাখি হয় না ।
সূর্য ওঠে সময় বলে প্রকৃতিকে
কিন্তু কখন যে সকাল হলো বলে না ।

হায় এ কোন সকাল দিলে আমায়
অন্ধকারে আলো চোখে লাগে না ।
আর কোনো ভালো দাগ টানে না
মন বলে থাকে,কাউকে বলে না ।
বর্ণহীন রঙে রাঙিয়া অবাক লাগে
মাথা খুঁড়ে বার বার বলে
প্রকৃতির এ প্রেম ভালো লাগে না
***********************

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...