#### " জীবনের অপেক্ষা " #### লেখক : ঋষি | |
আমি মৃতসঞ্জীবনী নিয়েও মৃত আমার শরীরের যদি টুকরো করো পাবে শুধু গাদা গাদা স্বপ্ন পাবে একটা ভাঙ্গা হৃদয় । আমি চাই না হতে অমর চারিদিকে ছেটানো যে মানুষের মুখোশ তাদের মাঝে আমি বেমানান । আমার ভাবনারা পা বাড়ায় আকাশে ইচ্ছেরা ডানা মেলে নীল ছুঁতে চাই । আমি হতে চাই অমর হৃদয়ে আমার স্বপ্ন শুধু মানুষ হওয়ার মানুষের সাথে মিশে থাকার । মাটি মাখা মানুষ আমার ভীষণ প্রিয় মাটির গন্ধ আমার বুকে আমি মৃত্যুকে ছুঁতে চাই । আমি ঘৃনা করি পারফিউমের গন্ধ আমি চাই না হতে কৃত্রিম । আমি ঘৃনা করি সাজানো শহর এ শহরে সাজানো পণ্যের ভিড়ে আমি বেমানান । আমি নিজেকে লোকাতে চাই আলোতে আমি নকল আলো চাই না আমি হৃদয়ের আলো চাই । আমি ভালোবাসতে চাই যোগ্য পৃথিবী যে পৃথিবীতে সবাই মানুষ হবে । যে পৃথিবীতে থাকবে না লোভ যেখানে কেউ কাঁদবে না শুধু হাসবে । সেদিন আমি মৃতসঞ্জীবনী ছাড়াও বলবো আমি জীবিত । |
Saturday, July 27, 2013
RISHI026@GMAIL.COM
Subscribe to:
Post Comments (Atom)
বাড়ি
হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ আমাদের আরও কাছে আনে , ...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
No comments:
Post a Comment