Friday, July 26, 2013

RISHI026@GMAIL.COM

# "আমার স্বপ্ন আমার সকাল" #
লেখক : ঋষি
************************
 আল্পনা নয় ,এক রং নানা রং
ঠিক শিশুর হাতে রঙের তুলি
এলোমেলো এক ধুলি ঝড়
যার সুরুটাই এক অন্ধকার
তারপর শুরু বৃষ্টির সাত কাহন
এলোচুল ভেসে যায় চোখের কাজলে
নিরুত্তর এক অদ্ভুত  বালি

ভালো লাগে কাছে আসে প্রতি রাতে
চোখের উপরে চোখ তুলে ধরে
এক বন্ধ ,অদ্ভূত এক অন্ধকার
আমি নই ,তুমি নই , কে তবে?
সেই কাল
আমার অপেক্ষার সকাল

নীল আলো এই চোখে
কত স্বপ্ন এই বুকে
ধিক ধিক চিতার আগুন
আর এক নিশীত নীরবতা
এক রক্ত আমার মুখে
আগুন নই সব ছাই বুকে
আমার স্বপ্ন আমার সকাল
**************************

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...