Thursday, July 25, 2013

RISHI026@GMAIL.COM

****ভালোবাসার সাতকাহন****
- ঋষি
*****************************
ভালোবাসা মানে হৃদয়ে ভালো থাকা
কাছে টানা অন্য হৃদয়ের সবটুকু ।
ভালোবাসা মানে ভালো বাসা নয়
ভলোবাসা কিছু স্মৃতি সময় অসময়ে  ।
ভালোবাসা মানে বৃষ্টিতে একলা থাকা
এক জলে অন্য জলকে  ধুয়ে মুছে,
হৃদয় গভীরে অন্যভাবে পাশে থাকা...।

ভলোবাসা মানে অন্যবাতাস
যার শুরুতে শরীর নয় কামনা ।
ভালোবাসা মানে হৃদয়ের আনন্দ পার্থনা ...।
ভলোবাসা মানে ঈশ্বরের অনুভূতি
কিংবা রাখা ভাঙ্গা হৃদয়ের সহানভুতি ।

ভলোবাসা হলো নরম  বাতাস
যার ছোঁয়া  লাগে ,ছোঁয়া  যায় না..।
ভালোবাসা মানে আন্তরিক অপেক্ষা
যাতে কষ্ট আছে তবু পাওয়া যায় না ।
ভালোবাসা মানে কিছু স্মৃতি
মনে আটকে থাকা কিছুক্ষণ ।.
ভালোবাসা রাখা  তোমার আমার
হৃদয় গভীরে প্রতিমুহূর্ত প্রতিক্ষণ
*****************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...