Saturday, July 6, 2013

RISHI026@GMAIL.COM

#### " তুমি নেই তাই " ####
লেখক : ঋষি
**************************
কি জানো
সকালের চাদরে নিজেকে জড়িয়ে
তোমাকে জড়াতে গেছি
তুমি নেই ।
সকালের শুন্য টেবিলে
শীতল পেয়ালায় ,নিঃশব্দ রান্নাঘরে
একটা ঝিরঝিরে শুন্যতা।
আর কিছু না
তুমি নেই তাই।
অফিস যাওয়া আসার পথে
নিচ থেকে দেখি
শুন্য বারান্দা শুন্য খাঁচাটা
শুন্য সময়ের আকুতি
তুমি নেই তাই ।
আমার মুঠোফোনটা
আজকাল ভীষণ শান্ত ।
আমার ব্যস্ত দিনে
নেই কোনো আকস্মিক আঘাত ।
নিয়মের জীবনে অনিয়মিত আমি
সবকিছু সময় মাফিক আছে ।
আর কিছু না
শুধু শুন্য হৃদয়
তুমি নেই তাই  ।
****************************

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...