#### " তোমার পোট্রেট " #### লেখক : ঋষি | |
তোমার পট্রেটে সাজানো উষ্ণতায় ব্যাকরণের মা ,বোন, বন্ধু করি এসো। তোমার চুলের নদীর ধারায় পাহাড়ে গুহা তৈরী করি এসো । কোনো সন্ধ্যায় ঝরে যাওয়া মালতির অম্লান অস্তিত্ব যদি মুছে যায় । তবে ক্ষতি নেই আবার আমি ছবি আঁকবো। আবার গড়বো এক স্পন্দিত রাত্রি যেদিন তোমায় পড়াবো বাসি মালা । আবার অর্ধচন্দ্রাকারে মধুর মিলন মধুর প্রেমের বর্ষণ চোখের পাতায় । আবার অন্ধ আমি ছবি আঁকবো পবিত্র শরীরের পবিত্র প্রেম বিনিময়ের মুগ্ধতার এক অলিক গাঁথাই সেলাই করবো প্রেমের নক্সী কাঁথা । প্রেমের কবিতায় লিখে দেবো তোমায় গলায় ঝোলাব তোমার নামের মালা। আজ নাহয় তোমার পট্রেটে আরো কালি ঢালি ইচ্ছে মতো ক্যানভাসে তোমায় স্পর্শ করি। তোমার সাজানো উঁচু নিচু গলিপথে কালি কালো করি। আজ নাহয় অন্য তুমি হও কালকে যেন আবার আপন করি । |
Friday, July 5, 2013
RISHI026@GMAIL.COM
Subscribe to:
Post Comments (Atom)
বাড়ি
হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ আমাদের আরও কাছে আনে , ...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
No comments:
Post a Comment