Friday, July 12, 2013

RISHI026@GMAIL.COM



****"MR.CHARLIE CHAPLIN"****
- ঋষি
**********************************
তোমার মুখটা দেখলেই
আমাদের মন ভালো হয়ে যায় ।
তুমি দুঃখী আমরা জানি
দুঃখের মাঝে  তোমার হাসি
আমাদের বারবার হাসতে শিখিয়ে যায়।  
তোমার না বলা কথা ,তোমার অভিনয়
তুমি এক কিংবদন্তি পৃথিবীর সবার মাঝে ,
তোমার সৃষ্টি কিছু মনের কথা বলে যায় ।  
আমরা তো হাসতে চাই কিন্তু না হাসবার বাতিক,
জীবনের আগুনে পুড়তে পুড়তে জীবন্ত ছাই সব -
তোমার ছবি ,তোমার সৃষ্টি জীবনে লড়তে শিখিয়ে যায় ।
আজ সময়ের সাথে হাসতে ভোলা মুখগুলো
তোমার অভিনয়ের সেলুলয়েডে হাসতে চায়,
মিস্টার চার্লি চ্যাপলিন লোকটা জীবনের কথা বলে যায় ।
************************************
SMILE ALWAYS ,,,,,,,,,,,,,,,,,,
MORNING TO NIGHT

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...