#### " সেই মেয়েটা " #### লেখক : ঋষি | |
আমি সেই মেয়েটা যার বুকে শতাধিক সপ্তর্ষিমন্ডলের বিচরণ । যার যোনি ছুয়ে আছে নতুন স্বপ্ন যার জীবন আগুনে পোড়ে তবুও নরম চামড়ার আবরণে হাসতে থাকে তোমরা জানো। আমি সেই মেয়েটা যাকে ধর্ষণ করে কয়েক গন্ডা পুরুষ । যে ধর্ষিত হয়ে দিনে রাতে কতো রসে কতো রঙে ছিন্নভিন্ন হৃদয়ের তামাটে স্পর্শে চোখে অশ্রু আসে তোমরা জানো । আমি সেই মেয়েটা যার চোখ চেয়ে থাকে প্রেমের অপেক্ষায় । যে রান্না করে নুনজলে পুড়ে যে ছড়িয়ে দিতে ভালোবাসে মায়ার ডানা। যে বাঁচতে চাই স্বপ্নের চোখে আশ্রয় চাই তোমরা জানো । আমি সে মেয়েটা যে জন্ম থেকে পরের জন্য বাঁচে সকলের সাথে হাসে আর কাঁদে। তবু বার বার জর্জরিত পুরুষতন্ত্রে তার জন্য জগৎ জন্ম জন্ম রহর্ষ তাকে ঘিরে তোমরা জানো । |
Sunday, July 14, 2013
RISHI026@GMAIL.COM
Subscribe to:
Post Comments (Atom)
বাড়ি
হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ আমাদের আরও কাছে আনে , ...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
No comments:
Post a Comment