Sunday, July 14, 2013

RISHI026@GMAIL.COM

 #### " সেই মেয়েটা " ####
লেখক : ঋষি

আমি সেই মেয়েটা 
যার বুকে শতাধিক সপ্তর্ষিমন্ডলের বিচরণ । 
যার যোনি ছুয়ে আছে নতুন স্বপ্ন 
যার জীবন আগুনে পোড়ে 
তবুও নরম চামড়ার আবরণে 
হাসতে থাকে তোমরা জানো। 

আমি সেই মেয়েটা 
যাকে ধর্ষণ করে কয়েক গন্ডা পুরুষ । 
যে ধর্ষিত হয়ে দিনে রাতে 
কতো রসে কতো রঙে 
ছিন্নভিন্ন হৃদয়ের তামাটে স্পর্শে 
চোখে অশ্রু আসে তোমরা জানো । 

আমি সেই মেয়েটা 
যার চোখ চেয়ে থাকে প্রেমের অপেক্ষায় । 
যে রান্না করে নুনজলে পুড়ে
যে ছড়িয়ে দিতে ভালোবাসে মায়ার ডানা। 
যে বাঁচতে চাই স্বপ্নের চোখে 
আশ্রয় চাই তোমরা জানো । 

আমি সে মেয়েটা 
যে জন্ম থেকে পরের জন্য বাঁচে 
সকলের সাথে হাসে আর কাঁদে। 
তবু বার বার জর্জরিত পুরুষতন্ত্রে 
তার  জন্য জগৎ জন্ম 
জন্ম রহর্ষ তাকে ঘিরে তোমরা জানো ।  

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...