| #### " যখন তুমি আসো " #### লেখক : ঋষি | |
সকালে শিউলির গন্ধ লাগে নাকে যখন তুমি আসো । যখন তুমি আসো আকাশ কোনে ভিড় করে স্বপ্নরা । ছঁয়ে যায় শীতল হাওয়া দিয়ে যায় তোমার আগমনী বার্তা । আমার কানে ফিসফিস করে স্মৃতি শব্দ । আমার না বলা কথা তোমার স্পর্শের শব্দগুলো ধুধু করে খোলা বিশাল মাঠেতে । যখন তুমি আসো সন্ধ্যার চোখে আনন্দের তারারা ঝরে । দিকে দিকে বাজে আরতির শঙ্খ আকাশ পারে আলোর ঝরনায়। আমি ভিজতে থাকি আনমনে স্বপ্নের স্ন্হান ঘরে। হৃদয়ের সেলাই করা তোমার মুখটুকু তোমার ঠোঁটের হাসি স্পর্শ জ্যোত্স্নাময় পৃথিবীর হাসি। ঘুমের ঘোরে শিউলির গন্ধ লাগে নাকে যখন তুমি আসো । | |
Thursday, July 4, 2013
RISHI026@GMAIL.COM
Subscribe to:
Post Comments (Atom)
এলিয়েনেশন
বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
আকডুম বাগডুম মেশানো ট্রিম করা কবিতায় গতজন্ম শুয়ে, রোদ্দুর রায় কতটা রোদ্দুর মাখলো, কতটা মাগী ঘাটলো তাতে শুনতে সমস্যা জানি, আরো সমস্যা...

No comments:
Post a Comment