Thursday, July 4, 2013

RISHI026@GMAIL.COM

#### " যখন তুমি আসো " ####
লেখক : ঋষি

সকালে শিউলির গন্ধ লাগে নাকে 
যখন তুমি আসো । 

যখন তুমি আসো 
আকাশ কোনে ভিড় করে স্বপ্নরা । 
ছঁয়ে যায় শীতল হাওয়া
দিয়ে যায় তোমার আগমনী বার্তা । 
আমার কানে 
ফিসফিস করে স্মৃতি শব্দ । 
আমার না বলা কথা 
তোমার স্পর্শের শব্দগুলো 
ধুধু করে খোলা বিশাল মাঠেতে । 

যখন তুমি আসো 
সন্ধ্যার চোখে আনন্দের তারারা ঝরে । 
দিকে দিকে বাজে আরতির শঙ্খ
আকাশ পারে আলোর ঝরনায়।  
আমি ভিজতে থাকি আনমনে 
স্বপ্নের স্ন্হান ঘরে। 
হৃদয়ের সেলাই করা তোমার মুখটুকু
তোমার ঠোঁটের হাসি স্পর্শ 
জ্যোত্স্নাময় পৃথিবীর হাসি।  

ঘুমের ঘোরে শিউলির গন্ধ লাগে নাকে 
যখন তুমি আসো ।  

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...