Friday, July 26, 2013

RISHI026@GMAIL.COM

### " আমার আকাশ " ###
লেখক : ঋষি 
*******************************
অনেকটা ফেলে আসা সময়ের পরে 
আমার ইচ্ছা হলো আকাশ ছোঁয়ার । 
বারান্দার রেলিং জড়িয়ে দেখি
আকাশের মুখভার ।
আমি পা বাড়ালাম
মনটা তুলে দিলাম আকাশের কাছে ।
আকাশ ,আকাশ, আমার আকাশ
আমিও নীল হবো তোর মতো
আমিও বিশাল হব নীলের মতো ।
আমি ভাবছি
আকাশের নীল চিরে বৃষ্টি নেমে এলো
ছুয়ে দিল আমার বারান্দার রেলিং ।
রেলিঙে রাখা পোষা ময়না বলে উঠলো
বৃষ্টি এলো ,বৃষ্টি এলো।
আমি বলি ওটা বৃষ্টি নয়
ওটা আমার স্পর্শ
ওটা আমার ভালোবাসা।
বৃষ্টির ছিটে আমার গায়ে
বৃষ্টির নীল আমার হৃদয়ে
আমিও আকাশ ছুঁতে চাই।
আমিও ভালবাসতে চাই আকাশের মতো
আকাশ ,আকাশ ,আমার আকাশ
আমিও বৃষ্টি হতে চাই ।
*******************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...