Thursday, July 18, 2013

RISHI026@GMAIL.COM

####" প্রতিবাদী হৃদয় "####
লেখক : ঋষি
*************************
 আর কিছুতেই চুপ করে থাকবো না
দেওয়ালে ঠেকা পিঠ পুড়ছে আগুনে
আর  সমর্থন  করবো না ।
সর্গের নর্তকীদের শরীরের কাম
লালার মতো লেগে আছে পুরুষের চোখে ।
চোখের আগুনে যদি শরীর পোড়ে
সে তো রোজ পোড়ে
পথে ঘাটে ,গলির মোড়ে
কত শব্দ ,কত শরীর
রোজ খোলে ।
কথার বিষে শরীরের প্রতি অঙ্গে
কামরেনু  লাগে ।
কতো বীর্যের শেষ স্পন্দনে
পরাগের গন্ধে মনুষত্ব পোড়ে।
খোলা আগুনে সমাজের নিয়মে
কামার্ত পশুর হিংস্র শব্দ
ছিঁড়ে ফেলে নারীত্বের অলংকার ।
তারপর শুরু হয় ধর্ষিতের ধর্ষণ
সমাজের স্তরে মুখের তোরে।
শরীর ভাসে শুন্যে বিজ্ঞাপন হয়ে
আর এই বিজ্ঞাপন আজ একটা শব
যার স্লোগান আর নয়
মানুষ আর মনুষত্বের অপমান
শরীরের অপমান
আর নয় কোনো ধর্ষিত সমাজব্যবস্থা ।
*****************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...