Sunday, July 28, 2013

RISHI026@GMAIL.COM

### " ভালোবাসা কি পাপ " ###
লেখক : ঋষি
***********************************
 পাপের মুখোমুখি আমি
অসম্ভব সুন্দর করুন মুহূর্ত ।
কিছুটা নিঃশব্দ ,স্থির সময়ের স্রোতে
সকলের অলক্ষ্যে করে ফেল্লাম
একটা পাপ ।
সত্যি ভালোবাসা কি পাপ
কই সবাই তো বলে
ভালোবাসা মহান ,ভালোবাসা বিশাল ।
আমি বুঝি না অতো
আমি কাঁদি ,সবার অলক্ষ্যে
লুকিয়ে চোরের মতো ।
আমার সকাল বিকাল পুরোটাই শান্ত
তোমায় ভালোবেসে
এটা তো পাপ ........
আচ্ছা   যিশুখ্রিস্ট-এর এক গলা ভালোবাসা কি হলো
অসময়ে চলে গেলো লোকটা ।
রাধা কৃষ্ণের প্রেমটা জড়িয়ে জন্ডিস
অমরও  বটে।
কিন্তু পাপ ও তো বটে
তবে ভালোবাসা কি পাপ ?
হবে !!
*************************************

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...