#### " অন্ধকার থেকে আলো " #### লেখক : ঋষি | |
অন্ধকার থেকে আলোতে আসার পথে বাধাগুলো একটু হৃদয়োচিত। কিন্তু অন্ধকার আর আলোর মাঝের দেওয়ালটা ভীষণ শক্ত যা ভাঙ্গা যায় না । মধুর জীবনে ,মধুর মিলনে ,মধুর শব্দে ছড়ানো ব্যাকুলতার ছলনায় মেতে থেকে অন্ধকারটা কখনো ভোলা যায় না। সময় চলে যায় জীবন আর জীবনের পথে কিছু পোড়া দাগ হৃদয়ে লেগে যেগুলো ফিরেয়ে আনে কষ্টের স্তব্ধতা সেগুলি কখনো ভোলা যায় না । রোজ কতো রক্তাক্ত কবিতায় কষ্টগুলো গুমরে গুমরে মরে তাদের ব্যর্থতার কল্পতরু কল্পনায় সাদা পাতায় রক্ত ঝড়ায় তাতে আর যা থাকুক জীবনের আলো ধরা দেয় না । অন্ধকার থেকে আলোতে আসার পথে অন্ধকার রেশ থেকে যায় যা আলোতে মোছা যায় না । |
Monday, July 1, 2013
RISHI026@GMAIL.COM
Subscribe to:
Post Comments (Atom)
বাড়ি
হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ আমাদের আরও কাছে আনে , ...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
No comments:
Post a Comment