#### " নগ্নতা " #### লেখক : ঋষি | |
চেনা শব্দের মোড়কে মেতে অজন্তার গভীর অন্ধকারে নগ্নতা দিয়ে আর ধরে রাখা যায় না । উঁচু নিচু বিশালতার আঙ্গিনায় ছড়ানো তৃপ্তি আলোর রেশ ধরা যায় না । খোলা ম্যাগাজিনে ছড়ানো দানার মাঝে সভ্যতার প্রতিবিম্বে নিজেকে দেখা যায় কিন্তু মানা যায় না । সাজানো শরীরে উঁচু নিচু ঢিপিতে খালি চোখে ধানের খুদ খোঁজা অসম্ভব বুঝেও বোঝা যায় না। দ্রোপদীর সয়ম্বরে অর্জুনের তৃষ্ণা পাঁচজনে ভাগ করে নেয় অর্জুন অতৃপ্ত ত়া জানা যায় না । আলোর আঙ্গিনায় প্রেমের তাজমহল স্মৃতির ধাঁধায় বাঁধা তাকে দেখা গেলো পাওয়া যায় না । বীরাঙ্গনার বীরত্ব ইতিহাস আছে সতীর সতীত্ব ভাঙ্গা যায় সময়ের নগ্নতা ঢাকা যায় না । |
Friday, July 5, 2013
RISHI026@GMAIL.COM
Subscribe to:
Post Comments (Atom)
বাড়ি
হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ আমাদের আরও কাছে আনে , ...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
নোংরা মেয়ে ... ঋষি মেয়েটা দাঁত কেলিয়ে শাড়ি সরিয়ে দাঁড়ায় যার যোনিতে বাস করে অজস্র বীর্যপুত্রের ছড়ানো সমাজ। মেয়েটা পথ চলতি লোকের গা...
No comments:
Post a Comment