Monday, July 1, 2013

RISHI026@GMAIL.COM

#### " সময়ের গতি " ####
- ঋষি
*******************************
সময় যদি যায় তবে যাক না 
সময়কে যদি বেঁধে দেও নিয়মের কাঁটায়। 
তবে পৃথিবী রবে
গতি রবে না ।

নদীর পথ যদি বেঁধে দেও শৃঙ্খলে
তবে আবিষ্কার হবে
নদী রবে না ।

মৌসুমী হওয়া যদি ঘুরিয়ে দেও বয়সের বাঁধনে
তবে মরুভূমি হবে
বৃষ্টি হবে না ।

গোলকের সব বায়ু যদি বেলুনে ভরো
তবে গোলকটা রবে
জীবন রবে না ।

জীবিতের অনুভব যদি কেড়ে নেও
তবে যন্ত্র রবে
জীবিত রবে না

দিনের পরে যদি রাত না আসে
দিনটা তো রবে
চোখে ঘুম রবে না ।

সময় যদি যায় তবে যাক না
নিজের পথে নিজের মতে ।
তবে জীবন বেঁচে রবে
সময় থমকে রবে না ।
***************************

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...