Monday, July 29, 2013

RISHI026@GMAIL.COM

**************************
####" চিরস্মরণীয় বিদ্যাসাগর " ####
***************************
তোমাকে স্মরণ করতে হয় না আমাদের 
তুমি চির স্মরণীয় । 
হৃদয়ের কোনে রাখা বর্ণপরিচয়
হলো তোমার প্রথম পরিচয় ।
কথামালার কথা বৃষ্টি
বাংলার রেনেসাঁসে তোমার সৃষ্টি ।
তুমি মহান ,তুমি ঈশ্বর
ঈশ্বরচন্দ্র নাম তোমার ।
সতীদাহ লোপাট তোমার চেষ্টা
স্মরণ করে বাংলা দেশটা ।
তোমাকে স্মরণ করতে হয় না আমাদের
তুমি চির স্মরণীয়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাম তোমার ।
***************************
Born: September 26, 1820, Midnapore
Died: July 29, 1891, Kolkata

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...