Monday, July 1, 2013

RISHI026@GMAIL.COM

#### " ভালোবাসার ইচ্ছা " ####
- : ঋষি
*************************
ভালোবাসার গানে 
নিজেকে হারাবার এক ইচ্ছা । 
ভালোবাসার তালে
সময় কাটাবার ইচ্ছা।
এ এক অদ্ভুত লোভ
বেঁচে থাকা ইচ্ছা ।
ভালোবাসার গভীরে হারাবার
এ এক অদ্ভুত স্পৃহা
কাজ করে লোভী অন্তরে
কোনো আদিম কাল ধরে।
ভালোবাসার মৃত রক্তে
চান করার এক রীতি ।
ভালোবাসার আদিম অভিশাপে
পুড়তে থাকা হৃদয়ের অঙ্গীকার ।
এক একাকিত্য কাজ করে
যখন ভালোবাসা জড়িয়ে ধরে ।
তার নিজের অধিকারে
এক অসীম শান্তি।
পুর্ন্য হৃদয়ের গভীরে
এক পরিতৃপ্তি
এক ইচ্ছা
ভালোবাসার সম্পূর্ণতা
ভালোবেসে জড়িয়ে ধরে ।
************************

No comments:

Post a Comment

বাড়ি

হুট করে সরে আসার পর স্পর্শের আকাঙ্খা বাড়ে  আমাদের প্রত্যেকের আলাদা বাড়ি অথচ ঘর একটাই  সেই ভিতরের ঘরে বাড়তে থাকা আলাপ  আমাদের আরও কাছে আনে , ...