Monday, July 29, 2013

RISHI026@GMAIL.COM

***একটা শব্দ সব শেষ***
- ঋষি
***********************************
কয়েকঘন্টা আগে একটা অঘটন ঘটলো।
একটা স্বপ্নের মৃত্যু হলো ,
সকালে ভাতের সাথে ঘি ।
শুধু একটা শব্দ হলো ,
সবশেষ একটা স্বপ্নের মৃত্যু হলো ।
রাস্তার ওপরে দোকানে দাঁড়িয়ে একটা সিগেরেট,
একটু আনমনে তার স্মৃতি নিয়ে।  
একটা ধাক্কা বাসের,একটা শব্দ, সব শেষ।  
শেষ একটা স্বপ্ন শহর থেকে ,
কিছু স্মৃতি এবার খই হয়ে আকাশে উড়বে,
একটা শব্দ হরি বোল সবাই বলবে ।
মায়ের চোখে জল কার কি এসে যায়,
শুধু একটা স্বপ্নের মৃত্যু হলো ।
একটা শব্দ, সব শেষ।
মোমবাতির শিখা হারিয়ে গেল
কিছুটা অন্ধকার মনে ,আমি ।
আজ কয়েক ঘন্টা আগে ........
একটা স্বপ্নের মৃত্যু হলো।
***********************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...