Saturday, July 27, 2013

RISHI026@GMAIL.COM

GOOD EVENING FRIENDS,,,,,,,,,,,,,,,
### " অশ্রু নদী " ###
লেখক : ঋষি
**********************
 সবুজ রং চিরে যে নদীটা গেছে
ওটার নাম অশ্রু নদী ।
সবুজ রং এর মাঝে লুকিয়ে
কিছু অর্থহীন মুখ
কিছু দগদগে ঘা।
নদীর জলে আজ স্রোত নেই
বুড়িয়ে গেছে সময়ের তাপে ।

নদীর কথা তোমাদের কি বলি
অশ্রু নদীর ভীষণ ঋতুমতি ।
ঋতুর মাঝে লুকিয়ে
কখনো গ্রীষ্মের চিতায় শুকিয়ে কাঠ
কখনো বর্ষায় দুকুল ছাপায় ।
যার স্পর্শে ভেসে যায় মানুষের মন
ভাঙ্গা মন  ঝরে একলা রাতে ।

নদীটার দুপাড়ে যে গাছগুলো
ওগুলো সব স্মৃতির শব।
শবের মাঝে লুকিয়ে
কিছু অর্বাচীন রোমন্থন হৃদয়ের
কিছু সম্পর্কের সুক্ষ্ণ তার ।
যেগুলো বেজে ওঠে একলা সময়ে
অসময়ে ভেজায় বৃষ্টির ছাটে।
***********************

No comments:

Post a Comment

সত্যি তো এমন করে ভাবা হয় নি

সত্যি তো এমন করে ভাবা হয় নি জীবনটাকে শুধু কুড়িয়ে চলেছি আজ বহুযুগ ভিখারির সাজে সত্যি তো বহুদিন তোমার দিকে তাকিয়ে দেখা হয় নি, শুধু টস করা জীবন...